
ইংল্যান্ডের নতুন পরিবর্তিত করোনার ভাইরাসে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যকর হবে
ভিয়েনা থেকে,কবির আহমেদঃ ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা পিএলসি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন,তাদের কোভিড-১৯ ভ্যাকসিনটি নতুন করোনভাইরাস রূপের বিরুদ্ধে কার্যকর বলে প্রাথমিক তদন্তে বলা হয়েছে। তবে বিশেষজ্ঞরা করোনার এই পরিবর্তিত রূপের প্রভাবের পুরোপুরি তদন্তের জন্য আরও গবেষণা চালিয়ে যাচ্ছেন। “এজেডডি ১২২২ (অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন প্রার্থী) এসএআরএস-কোভি -২ ভাইরাস স্পাইক প্রোটিনের জিনগত উপাদান ধারণ করে এবং…