
লঞ্চ থেকে জাটকা ইলিশ আটক করল কোষ্টগার্ড
তজুমদ্দিন থেকে,নিজস্ব প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে জাটকা ইলিশ আটক করেন। পরে আটক জাটকা ইলিশ শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় এনে হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানায় ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। সুত্রে জানা যায়, ঝুড়িতে প্রচুর পরিমাণ জাটকা ইলিশ ঢাকায় চলান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আসাদের নেতৃত্বে…