বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে শুরু হলেও করোনাবিরতির পর আসল প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়েই। পাঁচ দলের এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে অনেক চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টুর্নামেন্ট জমজমাট করে তোলার দায়িত্ব আসলে ক্রিকেটারদের কাঁধে। পাঁচ দলই অবশ্য বলছে, আকর্ষণীয় টুর্নামেন্টই হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০।
কাল বেলা ১টা ৩০ মিনিটে শুরু প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা ও নাজমুল হোসেনের মিনিস্টার গ্রুপ রাজশাহী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু দ্বিতীয় ম্যাচের দুই দল মাহমুদউল্লাহর জেমকন খুলনা ও তামিম ইকবালের ফরচুন বরিশাল। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপ ২০২০ সূচি
| তারিখ | ম্যাচ | সময় |
| ২৪ নভেম্বর | বেক্সিমকো ঢাকা–মিনিস্টার রাজশাহী | বেলা ১–৩০ মি. |
| ফরচুন বরিশাল–জেমকন খুলনা | সন্ধ্যা ৬–৩০ মি. | |
| ২৬ নভেম্বর | জেমকন খুলনা–মিনিস্টার রাজশাহী | বেলা ১–৩০ মি. |
| গাজী গ্রুপ চট্টগ্রাম–বেক্সিমকো ঢাকা | সন্ধ্যা ৬–৩০ মি. | |
| ২৮ নভেম্বর | জেমকন খুলনা–গাজী গ্রুপ চট্টগ্রাম | বেলা ১–৩০ মি. |
| মিনিস্টার রাজশাহী–ফরচুন বরিশাল | সন্ধ্যা ৬–৩০ মি. | |
| ৩০ নভেম্বর | ফরচুন বরিশাল–গাজী গ্রুপ চট্টগ্রাম | বেলা ১–৩০ মি. |
| বেক্সিমকো ঢাকা–জেমকন খুলনা | সন্ধ্যা ৬–৩০ মি. | |
| ২ ডিসেম্বর | ফরচুন বরিশাল–বেক্সিমকো ঢাকা | বেলা ১–৩০ মি. |
| মিনিস্টার রাজশাহী–গাজী গ্রুপ চট্টগ্রাম | সন্ধ্যা ৬–৩০ মি. | |
| ৪ ডিসেম্বর | ফরচুন বরিশাল–জেমকন খুলনা | বেলা ২টা |
| বেক্সিমকো ঢাকা–মিনিস্টার রাজশাহী | সন্ধ্যা ৭টা | |
| ৬ ডিসেম্বর | গাজী গ্রুপ চট্টগ্রাম–বেক্সিমকো ঢাকা | বেলা ১–৩০ মি. |
| জেমকন খুলনা–মিনিস্টার রাজশাহী | সন্ধ্যা ৬–৩০ মি. | |
| ৮ ডিসেম্বর | মিনিস্টার রাজশাহী–ফরচুন বরিশাল | বেলা ১–৩০ মি. |
| জেমকন খুলনা–গাজী গ্রুপ চট্টগ্রাম | সন্ধ্যা ৬–৩০ মি. | |
| ১০ ডিসেম্বর | বেক্সিমকো ঢাকা–জেমকন খুলনা | বেলা ১–৩০ মি. |
| ফরচুন বরিশাল–গাজী গ্রুপ চট্টগ্রাম | সন্ধ্যা ৬–৩০ মি. | |
| ১২ ডিসেম্বর | মিনিস্টার রাজশাহী–গাজী গ্রুপ চট্টগ্রাম | বেলা ১–৩০ মি. |
| ফরচুন বরিশাল–বেক্সিমকো ঢাকা | সন্ধ্যা ৬–৩০ মি. | |
| ১৪ ডিসেম্বর | এলিমিনেটর (৩য়–৪র্থ) | বেলা ১–৩০ মি. |
| ১ম কোয়ালিফায়ার (১ম–২য়) | সন্ধ্যা ৬–৩০ মি. | |
| ১৫ ডিসেম্বর | ২য় কোয়ালিফায়ার | সন্ধ্যা ৬–৩০ মি. |
| ১৮ ডিসেম্বর | ফাইনাল | সন্ধ্যা ৭টা |


























