
অস্ট্রিয়া ইউক্রেনকে জ্বালানি, হেলমেট এবং প্রতিরক্ষামূলক ভেস্ট দিয়ে সহায়তা করবে
অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর নেহামারের মতে, ইউক্রেনে সহায়তার পরবর্তী চালানে হেলমেট এবং বেসামরিক জরুরি পরিষেবাগুলির জন্য সুরক্ষামূলক গিয়ারের পাশাপাশি জ্বালানী সরবরাহ অন্তর্ভুক্ত থাকবে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,আজ অস্ট্রিয়ার মন্ত্রী পরিষদের এক জরুরী বৈঠকের পর অস্ট্রিয়ার চ্যান্সেলর ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেনের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব তথ্য অবহিত করেন। এপিএ আরও…