
স্বপ্ন বিলাসী চিঠি
সুনাইরা নাজিম: বহু দিন যাবৎ তোমাকে চিঠি লিখি না, বুকের ভেতর জমিয়ে রেখেছি অজস্র ঠিকানা, ঠিকানা গুলি মাঝে মাঝে নদীর মত বিলীন হয়ে যায়। নদীর পাড় জুড়ে প্রশস্ত বালুচর….. বালির ওপরে পড়ে অস্তাচলগামী রোদের বিচ্ছুরণ তোমার সাথে আমার শুধু বন্ধুত্বই ছিল, প্রেম নয়, থাকবেও আজীবন আজকাল চিঠি লেখা হয় না আর, কেমন ভাবে যেন তোমায়…