
স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
বার্সেলোনা থেকে জেবুন্নেছা: কন্সুলেট দে বাংলাদেশ বার্সেলোনার আয়োজনে বার্সেলোনার প্লাসা পেদ্রো,শহীদ মিনার চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি উৎযাপিত হয়।কনসুলার অব বাংলাদেশ বার্সেলোনার কন্সুলেট সিনিয়র রামন পেদ্রোর তত্বাবধানে রখম সখম ইভেন্ট নিয়ে মিনার চত্বরের এবারের ২১ শে ফেব্রুয়ারি উৎযাপনের দিনটি ছিল ভিন্ন স্বাদের। কোন সংগঠনকে একক দায়িত্ব না দেয়ায় সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মত।…