
সাংবাদিক আল আমিনের লেখা ‘বাবা তুমি চলে গেলে’ গান রিলিজ
ভোলা প্রতিনিধি: এবার কবিতা নয় প্রিয় বাবাকে হারিয়ে গান লিখেছেন ভোলা জেলা বোরহানউদ্দিনের কৃতি সন্তান কবি ও সাংবাদিক আল-আমিন শিবলী। বাবার স্মৃতি নিয়ে আল-আমিন শিবলী লিখেছেন ‘বাবা তুমি চলে গেলে’ শিরোনামে হৃদয় ছোঁয়া গান। জনপ্রিয় সুরকার ও স্টুডিও তালহার কর্ণাধার মহিউদ্দিন মহির সুরে দরদমাখা কণ্ঠে ‘বাবা তুমি চলে গেলে’ গানটি গেয়েছেন সময়ের আলোচিত শিল্পী ভোলা…