
সমকামী দম্পতিদের আশীর্বাদ করবে জার্মান পুরোহিতরা
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পুরোহিতরা সমকামী দম্পতিদের বিয়ের সময় আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। গত মার্চে ক্যাথলিক গির্জা ঈশ্বর ‘পাপকে আশীর্বাদ করতে পারেন না’ এমন বক্তব্য দেয়ার পর ‘লাভ উইন্স’ আন্দোলন শুরু হয়। এর আগে লাভ উইন্স’র পক্ষ থেকে বলা হয়েছিল, ‘যেসব দম্পতি অংশগ্রহণ (বিয়েতে) করেন তাদের সেই আশীর্বাদ পাওয়া উচিত যেটা…