
শিকাগো যাওয়ার পথে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের আয়ারল্যান্ডে জরুরি অবতরণ
বিমানের এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে বিমানটি আয়ারল্যান্ডের শ্যাননে জরুরি অবতরণ করে ভিয়েনা ডেস্কঃ শনিবার (২৩ সেপ্টেম্বর) ভিয়েনা থেকে যুক্তরাষ্ট্রের শিকাগো যাওয়ার পথে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের (AUA) ফ্লাইট নাম্বার “OS65” এর বোয়িং ৭৭৭ এয়ারক্রাফটি আয়ারল্যান্ডের শ্যাননে জরুরি অবতরণ করে। AUA-এর বরাত দিয়ে এভিয়েশন ম্যাগাজিন “অস্ট্রিয়ান উইংস” জানিয়েছে, বোয়িং ৭৭৭ বিমানটি আয়ারল্যান্ডের শ্যাননে জরুরি অবতরণ করার…