
লোয়ার অস্ট্রিয়ায় সাপ্লাইয়ের পানিতে জীবাণুর সতর্কতা
লোয়ার অস্ট্রিয়ার গ্যানসের্নডর্ফ (Gänserndorf) জেলার ডুর্নক্রুট (Dürnkrut) পৌরসভার সাপ্লাইয়ের পানিতে নিয়মিত পরীক্ষায় এই জীবাণুর সন্ধান পাওয়া যায় ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অস্ট্রিয়ান-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী এবং পরিবহনকারী সংস্থা ইভিএন (EVN) সংবাদ মাধ্যমকে এতথ্য আমার জানায়। সংস্থাটি পানি পরীক্ষা, প্রাকৃতিক গ্যাস সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসায়িক ক্ষেত্রেও কাজ করে থাকে। সংস্থাটির ইউরোপের ১৪টি দেশে তিন মিলিয়নেরও…