
লালমোহনের সন্তান ড. মোঃ লোকমান হোসেনের হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জণ
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনের কৃতি সন্তান ড. মোঃ লোকমান হোসেন হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জণ করেছেন। তিনি লালমোহন পৌরসভা ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সওদাগর বাড়ীর আব্দুল জব্বার মানিক সওদাগরের ছেলে। ড. লোকমান লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে ষ্টার মার্কসহ বিজ্ঞান বিভাগে এসএসসি এবং সরকারি শাহবাজপুর ডিগ্রী কলেজ থেকে ২০০১ সালে প্রথম…