
রি-প্যাকিংয়ের নামে সার-কীটনাশকে ভেজাল
ঝিনাইদহ প্রতিনিধি: গোপনে গড়ে তোলা হয়েছে সার ও কীটনাশকের রি-প্যাকিং কারখানা। সেখান থেকে মানহীন ও ভেজাল সার-কীটনাশক স্থানীয় সার ব্যবসায়ীদের মাধ্যমে প্রান্তিক কৃষককে গছিয়ে দেয়া হচ্ছে। পেঁয়াজ চাষিদের লক্ষ্য করেই এ জাল বিস্তার করা হয়েছে। এসব সার ও কীটনাশক ব্যবহার করে আর্থিকভাবে প্রতারিত হওয়ার সঙ্গে ফসলহানি ও জমির উর্বরতা বিনষ্টের ঝুঁকিতে পড়ছেন কৃষকরা। দেশের পেঁয়াজ…