
রাস্তা ছোট, ‘ভোগান্তি’ বড়
ঝিনাইদহ প্রতিনিধি: রাস্তাটির দৈর্ঘ্য মাত্র ১ কিলোমিটার। তবে আয়তনে ছোট হলেও ভোগান্তি বড়। কাঁচা এ রাস্তাটির দশা এত বেহাল যে একটুখানি বৃষ্টি হলেই কাদায় পা রাখা যায় না। এভাবেই পেরিয়েছে প্রায় ৪০ বছর,তবুও এ রাস্তাটির দিকে ‘চোখ’ পড়েনি সংশ্লিষ্টদের। প্রতিবাদ স্বরুপ এই রাস্তায় চলাচলকারীরা ধানের চারাও রোপণ করেছেন। রাস্তাটির এমনই বেহাল দশায় গাড়ি নিয়ে চলাচল তো…