
রাস্ট্রের বিরুদ্ধে মামলা করেছে অস্ট্রিয়ার দৈনিক পত্রিকা “ÖSTERREICH”
“ÖSTERREICH” মিডিয়া গ্রুপ বাড়ি তল্লাশি এবং কথিত সেল ফোন নজরদারির জন্য মিলিয়ন ইউরোর ক্ষতিপূরণ দাবী ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন দেশের প্রকাশনা গোষ্ঠী “ÖSTERREICH” অস্ট্রিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবৈধভাবে বাড়ি অনুসন্ধান ও ক্ষতিপূরণের (মানহানির) মামলা করেছে। উল্লেখ্য অস্ট্রিয়ার বিচার বিভাগের দুর্নীতি দমন কমিশন (WKStA) উক্ত মিডিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের শেষের দিকে রাস্ট্রের অর্থের বিনিময়ে…