
যেই সরকার গঠন করে সেই রাবন হয়ে যায় -টাঙ্গাইলে ভিপি নুর
টাঙ্গাইল প্রতিনিধিঃ গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম ওরফে ভিপি নুর বলেছেন কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে জন্ম দিয়েছি আমরা। সরকারী সরকারি চাকুরীতে একটি বৈষম্য এটা পরিবর্তন দরকার। রাজনৈতিক দলগুলো যারা গত ৫০ বছর ক্ষমতায় ছিলো যারা লংকায় যায় তারাই রাবন হয়, যেই সরকারে যায় পুলিশ বলেন প্রশাসন বলেন সব তাদের নিয়ন্ত্রণে নেয় সব কিছুতে তাদের…