
মেঘনা ও তেতুলিয়াতে ফের দেখা দিয়েছে ইলিশ সংকট, জেলেরা হতাশ
মেঘনা ও তেতুলিয়া নদী থেকে জেলেরা ফিরছেন খালি হাতে, নদীতে পলি জমে বাধাগ্রস্ত ইলিশের গতিপথ ভোলা প্রতিনিধিঃ দ্বীপজেলা ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ফের দেখা দিয়েছে ইলিশ সংকট। এতে চরম সংকটে পড়েছেন উপকূলের জেলেরা। সারাদিন জাল বেয়েও কাঙ্খিত পরিমান ইলিশ না পেয়ে হতাশ তারা। যে কারনে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন জেলেরা। মৎস্যবিভাগ জানায়,…