
মাল্টার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের
ডেস্ক রিপোর্ট: মাল্টায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আসুদ আহ্মেদ সেদেশের রাষ্ট্রপতি ভবন সান এন্টন প্যালেসে রাষ্ট্রপতি ড. জর্জ ভেল্লার কাছে অনাবাসী হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় হাইকমিশনারের সহধর্মিনী রেবেকা সুলতানা এবং দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ উপস্থিত ছিলেন। এথেন্সে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয় পরিচয়পত্র পেশের পর মাল্টার রাষ্ট্রপতি ড. জর্জ ভেল্লার সাথে হাইকমিশনার আসুদ…