
মালিতে বিস্ফোরণে আবারও তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত
মালিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (২৮ মে) মালির স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ-২) এর একটি টহল দলের একটি মোটর-শেড-এ এই বিস্ফোরণ ঘটে। গুন্ডাম-টোংকা-নিয়াফুংকে হাইওয়ের একটি পাহাড়ের পাশে দুর্গম মরুভূমিতে মোটর-শেডটি টঞ ছিলো। সেখানেই আইইডি বিস্ফোরণের শিকার হয় টহল দল। সোমবার…