
মার্কিন বিমানে জন্ম নেওয়া আফগান শিশুর নাম রিচ
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সামরিক বিমানে জন্ম নেওয়া আফগান শিশুটির নাম রাখা হলো ‘রিচ’ ৮২৮। বুধবার যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল টড ওলটার্স বলেন, বিমানটির কোড নম্বর ছিল রিচ ৮২৮। এই কোড নম্বর অনুযায়ী শিশুটির নাম রাখার সিদ্ধান্ত নেন তার মা-বাবা। গত শনিবার আফগানিস্তান থেকে পালিয়ে যেতে মার্কিন বিমান উঠলে প্রসববেদনা শুরু হয় ওই আফগান নারীরা।…