
মাটিতে ফিরলেন চীনের নভোচারীরা
আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশে চীনের স্পেস স্টেশনে টানা তিন মাস অবস্থানের পর পৃথিবীতে ফিরেছেন তিন চীনা নভোচারী। তিন নভোচারী পৃথিবীর ৩৮০ কিলোমিটার ওপরে চীনের তৈরি মহাকাশ স্টেশন তিয়ানহে মডিউলে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুর দেড়টায় চীনের সায়ত্ত্বশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার গোবি মরুভূমির স্টেশনে অবতরণ করে নভোযান শেনঝু-টুয়েলভ। এটাই চীনের সবচে’ বেশি সময় ধরে চলা মহাকাশ অভিযান। চীনের…