
ভোলার সাগর মোহনায় ট্রলার ডুবির ৫দিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
নিহত জেলে পরিবারে চলছে শোকের মাতম, জেলে পরিবারেগুলোতে অন্তহীন আহাজারী চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনের সাগর মোহনার শিবচর এলাকায় ১৩ জন মাঝি মাল্লা নিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজের পাঁচদিন পর ৭ জেলের মধ্যে ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্বজনরা। শুক্রবার মেঘনা নদীর শিবচর এলাকার তিন চরের সাগর মোহনা থেকে মৃত জেলেদের মরদেহ উদ্ধার করে সামরাজ ঘাটে নিয়ে…