
ভিয়েনা প্রশাসন দানিউব নদীর ওপর স্কেটিংয়ে সতর্কতা দিয়েছে
ভিয়েনা ডেস্কঃ শীত প্রধান দেশ অস্ট্রিয়ায় মাঝেমধ্যেই প্রচণ্ড ঠাণ্ডায় দানিউব নদীর (Donau) কিছু অংশ বরফ হয়ে যায়। তখন মানুষ নদীর ওপর হাটাঁ চলাচল ও স্কেটিং করে থাকে। তবে স্কেটিং মাঝেমধ্যে জীবনের জন্য হুমকি হতে পারে। অস্ট্রিয়ার আবহাওয়া অফিস জিওস্ফিয়ার অস্ট্রিয়া জানিয়েছে,গত কয়েকদিন ধরে দেশের ওপর তীব্র শীত নেমে এসেছে। একটানা কয়েকদিন তাপমাত্রা মাইনাস অর্থাৎ হিমান্কের…