
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পুনরায় করোনার “হলুদ জোনে”
ভিয়েনা অস্ট্রিয়ার প্রথম রাজ্য যে সবুজ জোন থেকে পুনরায় হলুদ জোনে স্থানান্তরিত হয়েছে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক Kronen Zeitung আজ অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশনের নিয়মিত সাপ্তাহিক বৈঠকের পর এই তথ্য জানান। ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক বিভাগের নিয়ম অনুযায়ী কোন অঞ্চল বা জনপদের প্রতি ১,০০,০০০ লাখের মধ্যে যদি ২৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়,…