
ভিয়েনার মার্চফেল্ড খালের হত্যাকাণ্ড উন্মোচিত,পাওনা অর্থ চাওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
ফলো আপ অবশেষে ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের মার্চফেল্ড খালে পাওয়া খন্ডিত লাশের হত্যাকারী ও হত্যা রহস্য উম্মোচন হয়েছে ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভিয়েনায় রাজ্য স্টেট ক্রিমিনাল পুলিশ অফিসের তদন্ত বিভাগের প্রধান গেরহার্ড উইঙ্কলার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি জানান হত্যাকারী হিসাবে গ্রেফতার হওয়া সন্দেহভাজন ৩৮ বছর বয়সী একজন ইরানী নাগরিক অর্থের জন্য…