
ভিয়েনার গণপরিবহন ও ফার্মেসীতে ফেব্রুয়ারির শেষে “বাধ্যতামূলক মাস্ক” প্রত্যাহারের সিদ্ধান্ত
ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ ঘোষণা করেছেন যে, ভিয়েনার পাবলিক ট্রান্সপোর্ট এবং ফার্মেসিতে আর মাস্ক বাধ্যতামূলক থাকছে না ইউরোপ ডেস্কঃ গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) ভিয়েনার সিটি হলে এক সংবাদ সম্মেলনে চলতি ফেব্রুয়ারি মাসের শেষে ভিয়েনার গণপরিবহন ও ফার্মেসীতে (Apotheken) আর কোন বাধ্যতামূলক মাস্ক পড়ার নিয়ম থাকবে না বলে জানান। তবে হাসপাতাল ও বয়স্কদের নার্সিংহোমে ফেডারেল সরকারের…