
ভিয়েনায় এম্বুলেন্সের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
ভিয়েনা ডেস্কঃ এই দুর্ঘটনায় ট্রাক রাস্তায় উল্টে গেলেও ড্রাইভার অক্ষত অবস্থায় আছেন। কেহ আহত বা হাসপাতালে না গেলেও গাড়ি দুইটির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের (ফ্লোরিডসডর্ফ জেলা) ব্রুনারস্ট্রাসে এই দুর্ঘটনা সংগঠিত হয়। ভিয়েনার জনপ্রিয় ফ্রি মেট্রোরেল পত্রিকা Heute তাদের অনলাইন প্রকাশনায় তাৎক্ষণিক এক প্রতিবেদনে জানায়,জরুরী পরিষেবার জন্য এম্বুলেন্সটি বেশ…