
স্পেনের বার্সেলোনায় ষ্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন এর বসন্ত বরণ উৎসব “ফাল্গুনী মেলা” অনুষ্ঠিত
স্পেন প্রতিনিধিঃ হাসি আনন্দে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে ১২ই ফেব্রুয়ারি ২০২৩ই তারিখ ষ্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন স্পেন শাখার বসন্ত বরন উৎসব“ফাল্গুনী মেলা” বার্সেলোনার কায়ে দেল মারকোয়েস দে কামপো সাগরাদোর হলরোমে অনুষ্ঠীত হয়। বিদেশের মাটিতে বাংলার এই ফাল্গুনী মেলা শুরু হয় বিকাল ৫টায়। সভাপতি নুরে আমিন টোকনের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি মাসুদা…