
দাপুটে জয় দিয়েই মৌসুম শুরু বার্সেলোনার
ইবিটাইমস ডেস্ক : দাপুটে জয় দিয়েই মৌসুম শুরু বার্সেলোনার। মায়ার্কোর মাঠে তাদেরকেই ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। প্রতাশিত জয় দিয়েই লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই মায়ার্কোর ওপর ছড়ি ঘোরাতে থাকে কাতালানরা। যার ফল পেয়ে যায় ম্যাচের ৭ মিনিটেই। রাফিনিয়ার গোলে লিডে যায় বার্সা। ম্যাচের ২১তম মিনিটে সমতা…