
ঝালকাঠির বাজারে বিক্রি হচ্ছে অবৈধভাবে আহরণ করা রেনু চিংড়ি
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির বাজারগুলাত অবৈধভাব আহরণ করে রেনু চিংড়ি বিক্রি হচ্ছে । সমুদ্র থেকে এক শ্রেণির অসাধু জেলেরা আইন অমান্য করে বিদি জাতীয় জাল দিয়ে চিংড়ির পোনা আহরণ করে এবং সমূদ্র থেকে দূরবর্তী বাজার এলাকায় ব্যাপারিদের মাধ্যমে বিভিন্ন হাটে বাজারে বিক্রি হচ্ছে। প্রতিদিন শত শত টন এই জাতীয় রেনু চিংড়ি আহরণের ফলে মৎস সম্পদ হুমকির…