
বাঁশ-বেতের সামগ্রী তৈরি ও বিক্রি করে জীবিকা চালান লালমোহনের শাহজল
ভোলা দক্ষিণ প্রতিনিধি: প্রায় ষাট বছরের বৃদ্ধ মো. শাহজল বেপারী। নিজের বয়সের প্রায় ৩৫ বছর কেটেছে বাঁশ-বেতের সঙ্গে। তিনি বাঁশ-বেত দিয়ে তৈরি করেন বিভিন্ন প্রয়োজনীয় কুটির সামগ্রী। উপজেলার বিভিন্ন হাঁটে গিয়ে বিক্রি করেন সেসব সামগ্রী। সেখানের আয়ে চলে তার সংসার। বৃদ্ধ শাহজল বেপারী ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাড়াকান্দি এলাকার কপিলউদ্দি বাড়ির…