
বদরপুর ইউনিয়ন টিচার্স এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা
লালমোহন থেকে রিপন শান: শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং একই ভূমিতে জন্মগ্রহণকারী মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের আন্তসম্পর্ক জোরদার করার লক্ষ্যে পলিমাটির জনপদ ভোলায় আত্মপ্রকাশ করেছে একটি নূতন সংগঠন । বদরপুর ইউনিয়ন টিচার্স এসোসিয়েশন । দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী বদরপুর ইউনিয়নের সকল স্তরের শিক্ষকদের সদ্যপ্রসূত প্রাণের সংগঠন “বদরপুর ইউনিয়ন টিচার্স অ্যাসোসিয়েশন (বুটা)” এর আহবায়ক…