
প্রত্যন্ত পল্লীতে নিরাপদ জৈব সার কারখানা, বাঁচবে মাটি, উৎপাদন হবে বিষমুক্ত ফসল
ঝিনাইদহ প্রতিনিধিঃ করোনা মহামারীতে অন্য একটি ব্যবসায় ক্ষতির মুখে পড়েন বে-সরকারী বিশ্ববিদ্যালয় থেকে অর্থ ও হিসাব বিভাগ থেকে এমবিএ পাশ করা যুবক মনিরুজ্জামান সজীব। চিন্তার ভাজ পড়ে কপালে। ক্ষতি পুষিতে উঠতে বিপরিত ব্যবসার চিন্তা খুরপাক খেতে থাকে মাথায়। পরে ভেবে-চিন্তে একটি সিদ্ধান্ত নেন। করবেন জৈব সার কারখানা। কিন্তু এমন ফার্ম করতে তো দরকার অভিজ্ঞতা বা…