
প্রচণ্ড তাপদাহে আগুন লাগার আশঙ্কায় ভিয়েনায় বারবিকিউ নিষিদ্ধ
ভিয়েনার রাজ্য প্রশাসনের নতুন এই বারবিকিউ নিষেধাজ্ঞা ভিয়েনার পাবলিক সুবিধাগুলিতে দ্রুত প্রযোজ্য হবে ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (২২ আগষ্ট) ভিয়েনা প্রশাসন Stadt Wien থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,বর্তমানে চলমান তাপদাহ এবং খরা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তাই বনের দাবানলের উচ্চ ঝুঁকির কারণে অবিলম্বে আবার ভিয়েনায় বারবিকিউ…