
প্যারিস অলিম্পিকের প্রথম দিনেই দুই স্বর্ণ চীনের
শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক, জমকালো উদ্বোধন হওয়ার পর আজ থেকে শুরু হয়েছে পদকের লড়াই স্পোর্টস ডেস্কঃ শনিবার (২৭ জুলাই) ৩৩তম গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিকের প্রথম পদকটি জিতেছে কাজাখস্তান। আর প্রথম দুই স্বর্ণ পদক জিতেছে চীন। আজ শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে…