
অস্ট্রিয়ায় বিবাহের বয়স ১৮ বছর করা হয়েছে,পূর্বে যা ছিল ১৬ বছর
অস্ট্রিয়ান ফেডারেল সরকার দেশে বিবাহের বয়স সর্বনিম্ন ১৮ বছর করেছে ভিয়েনা ডেস্কঃ সোমবার (১৯ আগস্ট) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এতথ্য জানায়। সংবাদ মাধ্যমটি জানায়, অস্ট্রিয়ার বিচার মন্ত্রী আলমা জাডিক (Grünen) এবং পারিবারিক মন্ত্রী সুজান রাব (ÖVP) কোয়ালিশন সরকারের এক যৌথ সংবাদ সম্মেলনে এতথ্য জানান। ইতিপূর্বে অস্ট্রিয়ায় যে আইনটি ছিল যে,১৬ বছর বয়সে পিতামাতার অনুমতি সাপেক্ষে…