
পিরোজপুর-১: নির্বাচন পরবর্তী সহিংসতায় আতংকিত নৌকার কর্মীরা
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর -১ (নাজিরপুর, পিরাজপুর ও ইন্দুরকানী) আসনে নির্বাচন পরবর্তী সহিংসতা থামছে না। এতে আতংকের ভীতর রয়েছেন স্থানীয় নৌকার কর্মীরা। ঘর থেকে বের হলেই হামলার শিকার হতে হয় বলে অভিযোগ নেতা-কর্মীদের। তাদের অভিযোগ নৌকার সমর্থন করায় নির্বাচন পরবর্তী সহিংসায় প্রায় অর্ধ শত নেতা-কর্মীকে পঙ্গু সহ হামলায় গুরুতর আহত হতে হয়েছে। নির্বাচন পরবর্তীতে পুরো এলাকায়…