
পানির দরে পান !
শেখ ইমন,ঝিনাইদহ: পান চাষের জন্য প্রসিদ্ধ ঝিনাইদহ জেলা। তবে পানের দাম কমে যাওয়ায় চাষিদের মাথায় হাত উঠেছে। এ জেলার পানের চাহিদা রয়েছে দেশজুড়ে।এমনকি ঝিনাইদহের পান দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হয়ে থাকে। পান চাষে সফলতা পেয়ে এখানকার চাষিরা স্বাবলম্বী হয়েছেন। তবে এবার ভরা মৌসুমে বাজারে পানের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। কম চাহিদা আর…