
পানির ড্রামে ফেলে শিশু হত্যার অভিযোগে চাচী গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী)পানির ড্রামে ফেলে সুবল দেবনাথ নামের এক নবজাতককে হত্যার অভিযোগে শিশুটির চাচী চাচী লিপিকা দেবনাথ (২৫)কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। শিশুটি হত্যার অভিযোগে তার মা বাদী হয়ে শনিবার (০৬ আগস্ট) রাতে থানায় একটি মামলা দায়ের করেন। নিহত সুবল দেবনাথ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের শশিত অসত্যকাঠী গ্রামের সুকান্ত দেবনাথের ছেলে। রবিবার (০৭…