
হবিগঞ্জের নোয়াগাঁও গ্রামে থামছেনা কান্নার আহাজারি,১৩টি পরিবার খোলা আকাশের নীচে
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার নোয়া গাঁও গ্রামে পূর্ব শত্রুতার জেরধরে সাতাইহাল গ্রামের দলবদ্ধ লাটিয়াল বাহিনীর দেয়া আগুনের লেলিহান শিখায় ও সন্ত্রাসী তান্ডবলীলায় নীরিহ পরিবার গুলোর ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপে পরিনত হলো, নিজেদের ঘর- বাড়ী সাড়া জীবনের কামাই রোজগার সবকিছু হারিয়ে ১৩টি পরিবার এখন পাগল প্রায়, কোটি টাকার ক্ষয়ক্ষতি৷ হামলাকারীদের কবল থেকে বাদ পড়েনি গাছ…