
ভোলার চরফ্যাসনে নির্মাণধীন কালভার্টে এ্যাম্বুলেন্স খাদে, আহত-১
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাসন-ভোলা আঞ্চলিক মহাসড়কে এ্যান্বুলেন্স খাদে পড়ে ড্রাইভার আঃশহিদ(২৪)আহত হয়েছেন। আহত চালক শহিদের বাড়ী উপজেলার কাশেমগঞ্জ এলাকায়। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে ভোলা থেকে চরফ্যাসন আসার পথে আলীয়া মাদ্রাসা সংলগ্ন সড়কের উপর নির্মাণাধীন কার্লভাটের রডের উপর তিনফুট পানির নীচে এ্যান্বুলেন্স পড়ে যায়। গভীর রাতে আশপাশে কোন লোকজন না থাকায় ড্রাইভার আঃ শহিদ আহত…