
নিঁখোজের ৪ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদের ( স্বরূপকাঠি) ছারছিনা দরবার শরীফের মাহফিলে গিয়ে নিঁখোজের ৪ দিন পর তৌসিব (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরী দল। শনিবার দুপুরে উপজেলার রাজবাড়ি ব্রীকফিল্ডের সামনের সন্ধ্যা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. তৌসিব ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ (সাতপাখি) শুভাঢ্যা খানকায়ে ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসার…