
কাউখালীতে নিঁখোজের ৩ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে নিঁখোজের ৩ দিন পর মো. হাসান (১০) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিশুটি কাউখালীতে তার খালা বাড়িতে বেড়াতে এসেছিলো। সে নোয়াখালী জেলার শাহাবুদ্দিনের পুত্র। তারা পবিবার নিয়ে ঢাকায় থাকে। সোমবার (১৩মার্চ) সকাল ১০টার দিকে তার মরদেহটি উপজেলা অশোয়া-আমড়াঝুড়ি ফেরিঘটা এলাকা থেকে উদ্ধার করা হয়। নিহতের পরিবার…