
নাজিরপুরে দেড়যুগ ধরে প্রভাবশালীদের হাতে আটকা কয়েক লাখ টাকার মৎস্য ঋন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে দেড় যুগের বেশী সময় প্রভাবশালীদের হাতে আটকা রয়েছে কয়েক লাখ টাকার মৎস্য ঋন। অনাদায়ী ওই ঋনের কারনে প্রকৃত মৎস্যচাষী ঋন নিতে পারছেন না। উপজেলা অফিস সূত্রে জানা গেছে, গত ২০০৫ সালে প্রকৃত অসহায় মৎস্য চাষীদের আর্থিক সহযোগীতা করতে সরকারী ভাবে বিনা মুনফায় ঋন প্রদান করা হয়। উপজেলা মৎস্য অফিস থেকে প্রদান…