
তথাকথিত ধর্ম ও সমাজতান্ত্রিকরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর : মোমিন মেহেদী
ঢাকাঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সরকারী ও সাবেক সরকারী দলগুলোর চেয়ে তথাকথিত ধর্ম ও সমাজতান্ত্রিকরা রাষ্ট্রের জন্য বেশি ক্ষতিকর। এরা রাষ্ট্রের কথা কখনো কোন অবদানতো রাখেই না, কোন ব্যক্তিকে একটু সাহায্যও করে না। বরং ঈদ-পূঁজো-বড়দিন-মাঘিপূর্ণিমাকে কেন্দ্র করে মানুষের পকেট খালি করে সেই অর্থে আয়েশি সময়কাটায়। তিনি নতুনধারা আয়োজিত ‘রাজনীতি-মানবনীতি’ শীর্ষক কর্মসূচীর অংশ হিসেবে…