
জার্মানির সাধারণ নির্বাচনে জয়ী ফ্রিডরিখ মেৎর্সের দল, দেশটিতে ডানপন্থীদেরও উত্থান ঘটেছে
জার্মানির ২১তম সাধারণ নির্বাচনে রক্ষণশীলদের জয় হয়েছে এবং কট্টর ডানপন্থীরা দ্বিতীয় অবস্থান অর্জন করে চাঞ্চল্য দেখিয়েছে ইউরোপ ডেস্কঃ রবিবার (২৩ ফেব্রুয়ারি) জার্মানির সাধারণ (সংসদ) নির্বাচনে ফ্রিডরিখ মেৎস-এর নেতৃত্বাধীন ইউনিয়ন (CDU-CSU) রক্ষণশীলরা জয়লাভ করেছে। তবে প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে এগিয়ে থাকলেও তারা তাদের প্রত্যাশিত ৩০ শতাংশের চেয়েও কম ভোট পেয়েছে। জয়ের পর উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে মেৎস বলেছেন…