
দীর্ঘ প্রতিক্ষার পর অস্ট্রিয়ায় তিনদলীয় কোয়ালিশন সরকার শপথ গ্রহন
এই কোয়ালিশন সরকারের নেতৃত্বে রয়েছে অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP), কোয়ালিশন সরকারের জোটে আছে SPÖ এবং NEOS ভিয়েনা ডেস্কঃ অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেক্সজান্ডার ফান ডার বেলেন সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ভবন হোফবুর্গে অস্ট্রিয়ান পিপলস পার্টির প্রধান ক্রিশ্চিয়ান স্টকারকে অস্ট্রিয়ার ফেডারেল সরকার প্রধান চ্যান্সেলর হিসাবে শপথ পাঠ করান এবং আনুষ্ঠানিক নিয়োগ প্রদান করেন। নতুন কোয়ালিশন সরকারের উপ…