
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাময়িক আশ্রয় দিতে চায় ভিয়েনা
ভিয়েনার রাজ্য গভর্নর ও সিটি মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) তুরস্ক ও সিরিয়া থেকে আসা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ভিয়েনায় সাময়িকভাবে থাকার ব্যবস্থা করতে চান ইউরোপ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ এক টুইট বার্তায় এই সাহায্যের কথা জানান। উল্লেখ্য যে,তুরস্ক ও সিরিয়ায় সংগঠিত ভূমিকম্প বিপর্যয়ে প্রায় ৪১,০০০ বেশি মানুষ মারা গেছে। ভিয়েনার সিটি মেয়র…