টাঙ্গাইলের ভুঞাপু‌রে নৌকাবাইচে সংঘ‌র্ষে ১০জন আহত

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভুঞাপুরে স্থানীয় সংসদ সদস‌্য ছোট ম‌নি‌রের উদ্যো‌গে নৌকাবাইচ চলাকা‌লে দুইগ্রু‌পের সা‌থে সংঘ‌র্ষে ১০জন আহত হ‌য়ে‌ছে। প‌রে আহত‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্যকমপ্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে। বুধবার (২০ সে‌প্টেম্বর) বি‌কে‌লে উপ‌জেলার গো‌বিন্দাসী যমুনা নদী ঘাট এলাকায় নৌকাবাইচ চলাকা‌লে এই ঘটনা ঘ‌টে। পরপর ক‌য়েকদফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। জানা গে‌ছে, গো‌বিন্দাসীর যমুনা নদীর ঘাট এলাকায়…

Read More
Translate »