
অস্ট্রিয়া-চেক সীমান্তে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত ৫, আহত ১০০
ইউরোপ ডেস্ক: অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এবং জাতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ট্রিয়ার লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের সীমান্তবর্তী চেক প্রজাতন্ত্রের ব্রেক্লাভ, হোডোনিন এবং মিকুলভ অঞ্চলে একটি শক্তিশালী টর্নেডো আঘাত হানে। অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক “ক্রোনেন ছাইতুং” নির্ভরশীল সূত্রের উদ্ধৃতি দিয়ে জানান,এই শক্তিশালী টর্নেডোর হামলায় ৫ জন চেক নাগরিক নিহত এবং প্রায় ১০০ শত…