
ঝুপড়িতে ঠাঁই জহুরার
ঝিনাইদহ প্রতিনিধি: টিনের ছোট একটা ঘর। ঘরের দরজা বেড়ার কাঠামো দিয়ে তৈরি। পলিথিন দিয়ে তা ঢেকে দেওয়া হয়েছে। ঘরের ভেতর পলিথিনের ওপর চাদর বিছিয়ে শুয়ে আছেন এক বৃদ্ধা। ঘরে আসবাব বলতে কিছুই নেই। এটা প্রতিবন্ধী জহুরা খাতুনের থাকার ঘর। স্বামীর মৃত্যুর পর জায়গা হয়নি শ্বশুর বাড়িতে। থাকতেন মানুষের ঘরের বারান্দায়,ভিক্ষা করে চালাতেন জীবিকা । বর্তমানে…